১০ মাস পর কোমা থেকে ফিরলেন নারী
ক্রিস্টিনা রোসি (৩৭) গত বছরের জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন
ইতালিতে ১০ মাস হাসপাতালে কোমায় থাকার পর জেগে উঠলেন এক নারী। স্বজনদের সঙ্গে কথাও বলেছেন তিনি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
ক্রিস্টিনা রোসি (৩৭) নামের ওই নারী গত বছরের জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে হয়। মেয়েটির নাম রাখা হয়েছে ক্যাটেরিনা। মস্তিষ্কের ক্ষতি হওয়ায় ক্রিস্টিনা রোসি কোমায় চলে যান। এরপর থেকে ওই অবস্থায় ছিলেন তিনি।
ক্রিস্টিনার স্বামী গ্যাব্রিয়েল সুসি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তার স্ত্রী জেগে উঠেছেন। তিনি কথাও বলেছেন। তিনি বলেন, ‘আমরা এতটা আশাও করিনি। এত ভোগান্তির পর এটা সত্যিই দারুণ আনন্দের ব্যাপার।’
বিশেষজ্ঞ চিকিৎসাসেবার জন্য গত এপ্রিলে রোসিকে ইতালি থেকে পাশের দেশ অস্ট্রিয়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। রোসি যখন জেগে ওঠেন ও কথা বলেন, তখন তার স্বামী ও মা পাশেই ছিলেন।
অনলাইনে অর্থ সংগ্রহ করে রোসির চিকিৎসার খরচ জোগানো হয়। তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১ লাখ ৭০ হাজার ইউরোর বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।
গ্যাব্রিয়েল সুসি বলেছেন, ‘বর্তমানে রোসির চেহারা এতটা খারাপ হয়ে গেছে যে, তাকে চেনা মুশকিল। তবে আগের চেয়ে তার অবস্থা ভালো। চিকিৎসকরা তার শ্বাসনালি থেকে নল অপসারণ করেছেন। এই নলের মাধ্যমে ওষুধ দেওয়া হতো।’
রোসি ও গ্যাব্রিয়েল দম্পতির শিশুসন্তানটিও কয়েক মাস হাসপাতালে ছিল। জন্মের সময় শিশুটি অক্সিজেনের অভাবে ভুগছিল।